Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ?

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৪ ০৯:১৩

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া নারী দল এখন বাংলাদেশে। মিরপুরে বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ৬টি ম্যাচ খেলবে অজিরা। তবে দেশের দর্শকের জন্য দুঃসংবাদ। দেশের কোনও টিভি চ্যানেলেই দেখা যাবে না নিগার সুলতানাদের খেলা।

অথচ এই অস্ট্রেলিয়া-বাংলাদেশ নারী দলের সিরিজের কারণেই চলমান বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে ঢাকার বাইরে। সিলেট ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে শান্তদের ম্যাচ যেন নিগারদের সব ম্যাচ মিরপুরে আয়োজন করা যায়। সিরিজের ভেন্যু ঠিক করার সময় এটাই ভাবা হয়েছিল যে, মেয়েদের ম্যাচ ঢাকায় হলে দর্শক সমাগম বাড়বে, বাড়বে মিডিয়া কভারেজও।

বিজ্ঞাপন

তবে এই আশায় গুড়েবালি। দেশের কোনও টিভি চ্যানেলই এই সিরিজের সম্প্রচার সত্ব কেনেনি, নেই কোন আগ্রহও। শুধু বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে ম্যাচগুলো।

আগামী ২১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২৪ ও ২৭ মার্চ হবে পরের দুই ম্যাচ। ৩১ মার্চ মিরপুরে শুরু হবে টি-২০ সিরিজ। শেষ দুই ম্যাচ হবে ২ এপ্রিল ও ৪ এপ্রিল।

সারাবাংলা/এফএম

নারী দল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর