Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাহিদ সুলতানা যুথিসহ ৪ জনের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ১২:৫৯ | আপডেট: ২০ মার্চ ২০২৪ ১৪:৫১

ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথিসহ চার জনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়া অপর তিন জন হলেন- আইনজীবী শাকিলা রৌশন, চৌধুরী মৌসুমী ফাতেমা ও মারামারি ঘটনার পরিপ্রেক্ষিতে অব্যাহতি পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন মো. জাকির হোসেন।

বুধবার (২০ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে যুথির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

বিজ্ঞাপন

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী শেখ আওসাফুর রহমান বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথিসহ চার জনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। একইসঙ্গে এই সময়ের মধ্যে আসামিদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে সোমবার বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি নাহিদ সুলতানা যুথির জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন।

পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য নির্ধারণ করে দেন।

গত ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনার সময়ে মারামারির ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ বাদী হয়ে তাকে হতে চেষ্টার অভিযোগ শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথি, বিএনপি সমর্থিত নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জনকে আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আগাম জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর