Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পলিব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার করুন’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ২১:৪৬

ঢাকা: সুস্থভাবে বেঁচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (২০ মার্চ) ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বাসাবোর প্রায় ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ উৎসব-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, ‘বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। বায়ুদূষণে এককভাবে নয়, যৌথভাবে কাজ করা হলে আগামী বছর কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে।’

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদ-উল-ফিতর একটি আনন্দের উৎসব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবুজবাগ থানার আওয়ামী লীগের নেতা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

পলিব্যাগ পাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর