জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক শতাধিক
২৬ মে ২০১৮ ১১:৪৩ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০০
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিহারী ক্যাম্পে (জেনেভা ক্যাম্প) র্যাবের মাদক বিরোধী অভিযান চলছে।
শনিবার (২৬ মে) সকাল ১১টার দিকে এ অভিযান শুরু হয়। অভিযানে অন্তত একশ জনকে আটক করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র (এএসপি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত কছেন।
তিনি জানান, বিহারী ক্যাম্পে গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ক্রয় বিক্রয় হয় বলে তাদের কাছে তথ্য অাছে। এই তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।
সারাবাংলা/ইউজে/এমআই/একে