Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজান নিয়ে অনুষ্ঠানের অনুমতি না দিতে অনুরোধ ঢাবি প্রক্টরের

ঢাবি করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৪ ২৩:৫১

‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রমজানসংশ্লিষ্ট কোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান ও আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষদের অনুরোধ জানিয়েছেন প্রক্টর ড. মাকসুদুর রহমান।

গত ১৫ মার্চ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে তিনি এ অনুরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক ডিন ও হল প্রাধ্যক্ষ সারাবাংলাকে চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কিছু শিক্ষার্থীর আয়োজনে ‘প্রোডাক্টিভ রামাদান’ অনুষ্ঠানে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ভুক্তভোগীদের অভিযোগ, ওই অনুষ্ঠান করার সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের নিচে শাহবাগ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সুজনসহ ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীরা তাদের ওপর হামলা চালান।

এদিকে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ওই হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়, জামায়াত-শিবিরের কর্মীরা ‘প্রোডাক্টিভ রামাদান’ অনুষ্ঠানের ব্যানারে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের সঙ্গে তর্কে জড়ালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি মীমাংসা করেন।

এ ঘটনার পর ক্যাম্পাসজুড়ে ‘গণ ইফতার’সহ রমজানসংশ্লিষ্ট অনুষ্ঠান আয়োজনের হিড়িক পড়ে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টর ড. মাকসুদুর রহমান চিঠি পাঠান বিভিন্ন অনুষদ, বিভাগ ও আবাসিক হল কর্তৃপক্ষের কাছে। ওই চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আইন বিভাগের কিছু শিক্ষার্থী অনুমতি না নিয়ে ‘প্রোডাক্টিভ রমাদান’ শিরোনামে একটি সেমিনার আয়োজনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়স্থ বঙ্গবন্ধু টাওয়ার ভবনে জমায়েত করেন। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং আইন অনুষদের কয়েকজন শিক্ষার্থী আহত হন। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছে।

বিজ্ঞাপন

চিঠিতে প্রক্টর বলেন, পরবর্তী সময়ে কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি কমিটি গঠন করেছে। কমিটি তদন্ত করে এ বিষয়ে যথাযথ নেওয়ার জন্য কাজ করছে।

চিঠিতে প্রক্টর লিখেছেন, ‘এ অবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।’

চিঠি দেওয়ার বিষয়ে প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বলেন, অঘটন এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আর কোনো ধরনের অঘটন যেন না ঘটে, সে জন্য চিঠি দিয়েছি।
সারাবাংলা/আরআইআর/টিআর

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রক্টর প্রক্টরের চিঠি রমজান নিয়ে অনুষ্ঠান

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর