ছাদ থেকে পানি পড়ায় আপিল বিভাগে বিচার কাজ ব্যাহত
২১ মার্চ ২০২৪ ১৭:০৬
ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে ছাদ থেকে বিচারপতির আসনে পানি পড়ায় সাময়িক সময়ের জন্য বিচার কাজ বন্ধ ছিল। কিছু সময় পরে আসন স্থানান্তর করার পর বিচার কাজ শুরু হয়। পরে গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কার কাজের উদ্যোগ নেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে আপিল বিভাগে বিচার কাজ পরিচালনার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ায় প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান।
এ সময় ১৮ মিনিটের জন্য বিচার কাজ বন্ধ হয়ে যায়। তখন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা এসে আসনটি সরিয়ে নেন। পরে আবার বিচার কাজ শুরু হয়।
পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত।
তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবেন।
সারাবাংলা/কেআইএফ/ইআ