Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ১৮:৪৩ | আপডেট: ২১ মার্চ ২০২৪ ২২:৫০

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুকুরে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাজু (১২) এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশু দু’টিকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজি করা হয়। শেষে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দু’টিকে উদ্ধার করে। এর পর তাদের ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল আলম বলেন, ‘শিশু দু’টিকে হাসপাতালে নিয়ে আর আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ঠাকুরগাঁও মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর