Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়ির ৪ উপজেলায় ভোট ৮ মে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ২২:০৯

খাগড়াছড়ি: সারাদেশের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাছাই-বাছাই ১৭ এপ্রিল। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল ও আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।

নির্বাচন কমিশনের তথ্য তথ্যমতে, খাগড়াছড়ির চার উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/একে

উপজেলা খাগড়াছড়ি নির্বাচন ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর