Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৪ ১৮:২৯

খুলনা: খুলনায় ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ব্লাড ব্যাংক। প্রথম দিনে ৪৭০ জন এক কেজি করে মাংস কিনেছেন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৮টায় মহানগরীর শিববাড়ি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সালেহ উদ্দিন সবুজ জানান, রমজান মাসে নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। কেসিসি ও মেট্রোপলিটন পুলিশ এই কাজে সহযোগিতা করেছে।

তিনি আরও জানান, প্রথম দিনে ৪৭০ জন এক কেজি করে গরুর মাংস কিনেছেন। ব্লাড ব্যাংকের ১০ জন স্বেচ্ছাসেবক আগের রাত থেকে পরিশ্রম করেছেন। আপাতত প্রতি শুক্রবার একটি করে গরু ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর