Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেয়াপ্ত রুশ সম্পদের সুদ থেকে বছরে ৩ বিলিয়ন ইউরো পাবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪ ১৮:৩৩

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রুশ সরকার ও ধনকুবেরদের বহুমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। এসব বাজেয়াপ্ত সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা এবার ইউক্রেনকে দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন বলেছেন, এ বছরের জুলাইয়ের মধ্যেই বাজেয়াপ্ত রুশ সম্পদের মুনাফা থেকে ১ বিলিয়ন ইউরো ইউক্রেনকে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ইইউর ২৭টি দেশ সদস্য রাষ্ট্রগুলোতে জমাকৃত রুশ সম্পদ থেকে প্রাপ্ত সুদ থেকে ইউক্রেনকে প্রতি বছর ৩ বিলিয়ন ইউরো দেওয়ার জন্য একটি প্রস্তাবে সমর্থন দেয়। প্রস্তাবটি পাস হওয়ার পর ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েন এ ঘোষণা দেন।

ইইউর পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদ থেকে প্রাপ্ত মুনাফার বেশিরভাগ খরচ করা হবে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্রশস্ত্র সরবরাহের জন্য।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর