Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪ ১৯:২৪

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামি সৃষ্টি হয়নি। এতে বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

শুক্রবার (২২ মার্চ) দেশটির আবহাওয়া, জলবায়ু এবং ভূপদার্থবিদ্যা সংস্থা এসব কথা জানিয়েছে। জাকার্তার সময় সকাল ১১টা ২২ মিনিটে (০৪২২ জিএমটি) এটি আঘাত হানে।

সমুদ্রের নিচের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুবান রিজেন্সির ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের দেশ। আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের একটি টেকটোনিক বেল্ট, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থানের জন্য দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

সারাবাংলা/এমও

ইন্দোনেশিয়া পূর্ব জাভা ভূমিকম্প


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর