আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৪ ২০:৩৭ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ২০:৪০
২২ মার্চ ২০২৪ ২০:৩৭ | আপডেট: ২২ মার্চ ২০২৪ ২০:৪০
আইপিএলে ২ কোটি রুপিতে তাকে স্কোয়াডে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের একাদশে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু।
আগেও আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ। তবে যতবারই গিয়েছেন, খুব বেশিবার মাঠে নামার সুযোগ হয়নি তার। এবারও চেন্নাইয়ের হয়ে একাদশে থাকার সম্ভাবনাও খুব বেশি দেখছিলেন না অনেকেই। তবে সবাইকে খানিকটা চমকে দিয়েই প্রথম ম্যাচে মাঠে নামছেন মোস্তাফিজ।
সারাবাংলা/এফএম