Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কিশোর গ্যাং জানু গ্রুপের ৮ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৪ ১৭:২৭

জয়পুরহাট: জয়পুরহাটে কিশোর গ্যাং ‘জানু গ্রুপ’ এর লিডার সোহানসহ  আট সদস্যকে আটক করেছে র‍্যাব। শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট র‍্যাব ক্যাম্প।

আটককৃতরা হলেন-গ্রুপ লিডার সোহান (২৪) সাকিব খান রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কুমার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তাদের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায়।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশার গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতরাতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সোহানসহ আটজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আটক কিশোর গ্যাং জয়পুরহাট জানু গ্রুপ