Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৪ ২৩:০৮

গাজীপুর: জেলার কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নাদেম (২২) নামে আরও একজন মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে ১৫ জনের মৃত্যু হলো।

শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাদেমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।

নাদেমের শ্যালক আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচড় গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম। তিনি কালিয়াকৈর তেলিরচালা এলাকায় থাকতো এবং একটি পোশাক কারখানায় চাকরি করতো। স্ত্রী শারমিন ও এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন।

এর আগে, গত ১৩ মার্চ বিকেলে গাজীপুর কালিয়াকৈর টপস্টার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেট থেকে আগুন ধরে যায়। এতে ৩২ জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে। তার মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

মৃত সংখ্যা সিলিন্ডার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর