খালেদা জিয়া ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না: নজরুল ইসলাম খান
২৬ মে ২০১৮ ১৫:০৬
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাকা: খালেদা জিয়া ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে এ সভার আয়োজন করে ‘শফিউল বারী বাবু মুক্তি পরিষদ’।
নজরুল ইসলাম খান বলেন, ‘বেগম খালেদা জিয়া ছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। কেননা বর্তমানে সরকার স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’
বিএনপিসহ তার অঙ্গসংগঠন গুলোর নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিন আন্দোলনে নামার জন্য। বাংলাদেশেরর জনগণ সরকারের পক্ষে নয়। তারা বিএনপিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায়। শান্তিপূর্ণ পরিবেশ আমাদেরই তৈরি করে দিতে হবে।’
বেগম জিয়ার চিকিৎসা ভালোভাবে হচ্ছে না এই অভিযোগ এনে তিনি বলেন, ‘বেগম জিয়া প্রচন্ড অসুস্থ। তাকে পরিত্যক্ত জেলখানায় রাখা হয়েছে। ডাক্তাররা বলেছেন বিনা চিকিৎসায় বেশিদিন যদি তাকে রাখা হয় তিনি পঙ্গু ও দৃষ্টিহীন হয়ে যেতে পারেন। ডাক্তাররা স্পেশাল চিকিৎসার সুপারিশ করলেও সরকার তার অনুমতি দিচ্ছে না।’
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারুজ্জামান রতন, কৃষক দলের সভাপতি সামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআর/এমও