৪ দিনের সফরে ঢাকা আসছেন ভুটানের রাজা
২৪ মার্চ ২০২৪ ১৪:২০
ঢাকা: ৪ দিনের সফরে আগামীকাল সোমবার (২৫ মার্চ) ঢাকা আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রাজা ওয়াংচু স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
রোববার (২৪ মার্চ) নিজ দফতরে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়ের ওয়াংচু। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন।’
মন্ত্রী আরও জানান, প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। দেশটির সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা সম্পর্ক রয়েছে। কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় ভুটানকে জমি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে সরকারের। কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে কথা হবে সফরে।’
মন্ত্রী আরও জানান, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দুই দেশ। জলবিদ্যুৎ আমদানি করতে একটি চুক্তি স্বাক্ষর করা করা আছে। ভুটান থেকে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে ভারত, বাংলাদেশ ও ভুটানের ত্রিপক্ষীয় একটি চুক্তি সম্পাদনের প্রয়োজন হবে। এজন্য ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ। ভুটানে একটি বার্ন ইউনিট স্থাপনে সহযোগিতা করবে বাংলাদেশ।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ফিলিস্তিনে যা হচ্ছে তা মানব সভ্যতার জন্য কলঙ্কজনক অধ্যায়। আমরা কিছু করতে না পারলে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়ী হয়ে থাকবো। মানবতাবিরোধী অপরাধ বন্ধ হওয়া উচিত।’
সারাবাংলা/জেআর/এমও