Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ১৫:১৩

ঢাকা: জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী।

রোববার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দীর্ঘ দিনের বঞ্চনা থেকে, অপমান লাঞ্চনা থেকে জনগণ ভারতীয় পণ্য বর্জনে সমর্থন দিচ্ছে। একটি আওয়াজ বা শ্লোগান আজ সর্ব মহলে সমাদৃত, সেটি হলো- ভারতের পণ্য বর্জন। সব মহলে, সবার মাঝে এটি এখন গ্রহণযোগ্যতা পেয়েছে। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে আমরা যে সংহতি জানিয়েছি তা বাংলাদেশের জনগণের পক্ষে, গণতস্ত্রের পক্ষে।’

তিনি বলেন, ‘আজকে ভারতের নীতিনির্ধারকরা বন্ধুত্বের কথা বলে, কিন্তু তারা বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্য হিস্যা দেবে না, প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করবে, একতরফা বাণিজ্য করবে তা হবে না। এই যে অন্যায়গুলো, এই যে অপকর্মগুলো এটি বাংলাদেশের মানুষকে প্রতিবাদী করেছে। ভারত বাংলাদেশের সাথে ভারসাম্যমূলক বাণিজ্য করেত চায় না তারা চায় বড় ভাই সূলভ আচরণ করতে।’

রিজভী বলেন, ‘তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, একটি নিদ্ধিষ্ট দলের সঙ্গে বন্ধুত্ব করতে হায়। আপনারা দেখেছেন তারা কীভাবে একটি ফ্যাসিবাদী সরকারকে পৃষ্ঠপোষকতা করছে। বাংলাদেশে স্বৈরশাসন কায়েম করতে সমর্থন দিচ্ছে। সে ২০১৪ সালে, ২০১৮ সালে কিংবা ২০২৩ সালের ৭ জানুয়ারি তারা একই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের ৯৭ ভাগ জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে।’

তিনি বলেন, ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭২ সালে ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, তিনি পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করেছিলেন। এ দেশের বাম রাজনৈতিক দলগুলো ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জিয়াউর রহমানও ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা পেতে নানাভাবে কাজ করেছেন। সুতরাং ভারতীয় পণ্য বর্জনে বিএনপির অবস্থান যৌক্তিক।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী টপ নিউজ ভারতীয় পণ্য

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর