Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে তেলবাহী লরি-মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ২২:১৩

কক্সবাজার: কক্সবাজারের রামুতে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকূল এলাকায় এ ঘটনা ঘটে।

রামু তুলাবাগান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল বারী ইবনে জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আতিকুর রহমান (৩০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ছটিবাড়ী এলাকার মো. আতিয়ার এর ছেলে। তিনি কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আজিজুল বারী বলেন, রোববার কুমিল্লা থেকে আতিকুর রহমানসহ ছয়জন চারটি মোটর সাইকেলে কক্সবাজার ঘুরতে আসেন। সোমবার বিকেলে তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন। পথিমধ্যে রামু উপজেলার চাকমারকূল এলাকায় পৌঁছলে চট্টগ্রাম দিক থেকে আসা তেলবাহী একটি লরির সঙ্গে আতিকুর রহমানের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে তিনি গুরুরত আহত হন।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই তেলবাহী লরির চালক ও সহকারি পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরে নিহতের সঙ্গী ও স্থানীয়রা আতিকুর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিজুল বারী জানান, ঘটনার ব্যাপারে নিহতের স্বজন এবং প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর