Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতীয় পণ্য বর্জনে আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ২২:৩৫

ঢাকা: ‘ভারতীয় পণ্য বর্জন করায় আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতীয় পণ্য বর্জন করে স্বদেশী পণ্য কিনতে বলায় আওয়ামী লীগের গা জ্বালা শুরু হয়েছে। এখন তারা দেশপ্রেমিক জনতার মুখ বন্ধ করতে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে। ওই দেশটি আওয়ামী লীগের কাছে কখনও স্বামী, কখনও প্রভু। এ জন্য তারা (ভারত) শোষণ করলেও তাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না সরকারের মন্ত্রী-এমপিরা।’

তিনি বলেন, ‘ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে এই পুতুল সরকার। নির্বাচনের আগে অনেক ডামি প্রার্থী বলেছেন- ‘আমাকে কেউ পরাজিত করতে পারবে না। কারণ, আমি ভারতের প্রার্থী। এই সাজানো ও পাতানো নির্বাচনে কতজন ভারতের প্রার্থী ছিলেন, সেটি একদিন বের হবে, জাতি জানতে পারবে।’

রিজভী বলেন, ‘নিম্ন ও মধ্য আয়ের মানুষ এই রমজানে ছোলা-ডাল-পেয়াঁজ-মরিচ-তেল কিনতে পারছে না। সে কারণেই আজকে মা’ তার সন্তানকে বিক্রি করছে। ক্ষুধার আর্তনাদ বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। অন্যদিকে সরকারের লোকজন লুটপাট করে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, কানাডায় বেগমপাড়া বানাচ্ছে।’

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-আইন সম্পাদক জয়নাল আবেদীন মেজবাহ, শিক্ষক নেতা জাকির হোসেন,আকতারুল আলম মাস্টার, রোকেয়া বেগম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর