Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন ভিনিসিয়াস

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৪ ০৯:০৭

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়লেন ভিনিসিয়াস

বেশ কয়েক মৌসুম ধরেই মাঠে বর্ণবাদের শিকার হচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রের প্রতি বর্ণবাদমূলক মন্তব্য বেড়েই গেছে। এসব নিয়ে বরাবরই সোচ্চার ভিনিসিয়াস এবার নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না। বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আয়োজন করা ব্রাজিল-স্পেন প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে ভিনিসিয়াস বলছেন, বর্ণবাদি মন্তব্য তার ফুটবল খেলার ইচ্ছা অনেকটাই কমিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষের মাঠে হরহামেশাই বর্ণবাদমূলক মন্তব্য শুনতে হয়েছে ভিনিসিয়াসকে। কয়েকবার এর প্রতিবাদে মাঠও ছাড়তে চেয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে এমন আচরণে সোচ্চার রিয়াল, ব্রাজিলসহ খোদ ফিফাও। বেশ কয়েকবার ক্লাবগুলোকে সতর্ক করা হলেও কিছুতেই থামছে না বর্ণবাদি মন্তব্য।

স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ভিনিসিয়াস। কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই মাদ্রিদ তারকা। তার মতে, স্পেনে বর্ণবাদকে অপরাধ ধরা হয়না বলেই তাকে সব সহ্য করতে হচ্ছে, ‘আমি এখানে অনেক দীর্ঘ সময় ধরে আছি। দিন যত যাচ্ছে আমি ততো দুঃখ পাচ্ছি। খেলার ইচ্ছাও দিনদিন কমছে। এত মন্তব্যের পরেও আমাকে নিজের মুখে দেখাতে হচ্ছে ও খেলতে হচ্ছে। ইউয়েফা, ফিফা, কনমেবল সবাইকে সাহায্যের জন্য বলেছি। তারা লড়াইও করছে। কিন্তু স্পেনে বর্ণবাদ অপরাধ নয়, এটাই বড় সমস্যা।’

ভিনিসিয়াসের মতে, ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ বর্ণবাদ রুখে দেওয়া, ‘ফুটবল খেলা গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও জরুরি বর্ণবাদ থামানো। এরকম হলেই কেবল খেলায় মনোযোগ দেওয়া সম্ভব। আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। সবাই মাঠে আমার আচরণ নিয়ে কথা বলে। আমার বয়স ২৩, আমি এখনো শিখছি। আমি খুব অল্প বয়সে ব্রাজিল ছেড়েছি, অনেক কিছু শিখতে পারিনি। সংবাদমাধ্যমেরও এটা বুঝা উচিত। তবে আমার পরিবার ও সমর্থকরা আমার পাশে আছে, তারাই আমার মূল শক্তি। আমি লড়াই চালিয়ে যাবো।’

২৬ মার্চ রাত ১২.৩০ মিনিটে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও স্পেন।

সারাবাংলা/এফএম

বর্ণবাদ ব্রাজি ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর