Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ২৮০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ২১:৪৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ০২:০১

জয়পুরহাটে স্বাধীনতা দিবসে ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। ছবি: সারাবাংলা

জয়পুরহাট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভা।

মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হক্কানি, সোলায়মান আলী, মহসীন আলী, মোমিন আহমেদ চৌধুরী, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমজাদ হোসেনসহ অন্যরা।

পরে মহান মুক্তিযুদ্ধের ২৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে। এ ছাড়াও অতিথিরা জীবিত ও প্রয়াত সব মুক্তিযোদ্ধা পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

সারাবাংলা/টিআর

জয়পুরহাট বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর