Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের আগেই বেতন-বোনাস পাবেন শ্রমিকেরা: শ্রম প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৩:২৭ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৯:০৬

ঢাকা: ঈদের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘এবার কোনো শ্রমিক বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামবে না বলে মালিকরা নিশ্চিত করেছেন।’

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে শ্রমিক, মালিক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে, সময়মত উৎসব ভাতা দিতে হবে, মালিক, শ্রমিক আলোচনা করে ঈদের ছুটি নির্ধারণ করবে। এসময় কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। সরকারি ছুটির চেয়ে কম দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে শ্রমিকতের যেভাবে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে কল কারখানা ভাঙচুর করতে দেখেছি সেগুলো যেন আর না হয় সেভাবে বলেছি। মালিকেরা কথা দিয়েছেন কোনো অবস্থাতেই শ্রমিকেরা রাস্তায় নামবে না। ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।’

সারাবাংলা/জেআর/এমও

ঈদের আগে বেতন-বোনাস শ্রম প্রতিমন্ত্রী শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর