Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংগঠন শক্তিশালী করে আন্দোলন জোরদার করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৭:২০

ঢাকা: সংগঠন শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মার্চ) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি গঠিত ‘স্বাধীনতা দিবস উদযাপন কমিটি’ এ আলোচনা সভা আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান বাস্তবতাকে সামনে নিয়ে, বিশ্বপ্রেক্ষিতকে সামনে নিয়ে, সামগ্রিক অবস্থাকে সামনে নিয়ে আমাদের রাজনীতি, আমাদের কৌশল আবারও সেভাবে এগিয়ে নিতে হবে, যেভাবে গত দিনগুলোতে এগিয়েছি। সকলকে মনে রাখতে হবে, সংগ্রামের কোনো বিকল্প নেই, আন্দোলনের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। সেজন্য সংগঠন শক্তিশালী করে আন্দোলন আরও জোরদার করা হবে।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, বাংলাদেশ শুধু ফ্যাসিস্টদের কবলে পড়েনি, বাংলাদেশ বর্ণবাদীদের কবলে পড়েছে। আমাদের বিএনপি যারা করে তাদের ঘর-বাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে, আমাদের বিএনপি যারা করে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা-বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলে-মেয়েদের চাকরিরর সুযোগ দেওয়া হচ্ছে না। এটা বর্ণবাদ ছাড়া কিছু নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশটাকে তারা ‍দুইটি ভাগ করে ফেলেছে। একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা ভাগ হচ্ছে বিরোধী দল। এই অবস্থা তৈরি করে তারা এই দেশে সাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করেছে। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, যারা নিজেরা গোষ্ঠী তৈরি করেছে, বর্ণবাদ সৃষ্টি করছে তাদের মুখে এ কথা শোভা পায় না। শুধু কথা বলে, মানুষের সম্পদ লুট করে, মানুষজনকে সর্বশান্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে ফেলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ধবংস করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে স্বেচ্ছাচারিতা, বিভিন্ন রকমের অসামাজিক কার্য্কলাপ ছাড়া কিছু হচ্ছে না। যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে। যাদের যোগ্যতা নেই তাদের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে। সব প্রতিষ্ঠানে এমনকি প্রাইমারি স্কুলগুলোতেও দলীয়করণ ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ এক কথায় পুরো দেশকে তারা গিলে ফেলেছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি।’

তরুণ সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চলমান আন্দোলনে এত ত্যাগের পরও আমার কাছে মনে হচ্ছে তরুণদের আরও শক্ত করে জেগে উঠতে হবে, যুবকদেরকে জেগে উঠতে হবে। ২৮ তারিখের ঘটনায় পরে আমার কাছে মনে হয়েছে যে, তরুণদের আমরা বোধ হয় সেভাবে নামাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে মানুষকে জাগিয়ে তোলা এখন আমাদের প্রধান কাজ। মানুষকে আবারও সংগঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নিজের অধিকারের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ, আজকের বিশ্ব ভিন্ন এক বিশ্ব, আজকের যে ভূ-রাজনীতি, তা সম্পূর্ণ ভিন্নভাবে পরিচালিত। নিজ দেশের স্বার্থ ছাড়া কেউ কোনো কিছু ভাবে না। অন্য দেশের মানবাধিকার, অন্য দেশের প্রতি জনগণের, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সবার শ্রদ্ধা-সন্মান ভূলুণ্ঠিত।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেখুন চারদিকে কী ভয়াবহ কাণ্ড। গাজায় প্যালেস্টাইনে দীর্ঘ ৭ মাস ধরে নির্বিচারে একটা গণহত্যা চলছে অথচ তারই প্রতিবেশি মুসলিম দেশগুলো এখন পর্যন্ত সেভাবে কথা বলছে না, গোটা বিশ্ব সেইভাবে কথা বলছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা রেজুলেশন পাস হয়েছে গতকাল। তার পরে গাজায় বোমা মেরেছে প্রায় ১৫ জন হত্যা করেছে। আজকে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করেছে, সেখানে যুদ্ধ করছে প্রায় দুই বছর ধরে, সেখানে অসংখ্য লোক মৃত্যুবরণ করছে, মারা যাচ্ছে। সারা বিশ্বের যারা বৃহৎ-ধনী দেশ তাদের একটাই লক্ষ্য সেটা হচ্ছে তাদের স্বার্থ আদায় করা।’

বিজ্ঞাপন

বিএনপির স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে, সদস্য সচিব শহিদ উদ্দিন চৌধুরী ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর