চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারি
২৭ মার্চ ২০২৪ ১৮:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ও ছাত্রলীগেরা নেতারা জানিয়েছেন, বেঞ্চে পা তুলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) দুপুরে কলেজের বাংলা বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মঈনুল ইসলাম (২০), ওয়াহিদুল রহমান সুজন (২৪), আমিন ফয়সাল বিদ্যুৎ (২১), তৌহিদুল করিম ইমন (২১) ও মো. জাহিদ (২০)।
পুলিশ জানিয়েছে, মারামারিতে জড়িয়ে পড়া দুটি পক্ষই কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী।
জানতে চাইলে মাহমুদুল করিম সারাবাংলাকে বলেন, ‘বেঞ্চে পা তুলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। তারা সবাই আমার অনুসারী। এটা তেমন বড় কিছু না। ছোট ঘটনা। এখানে সভাপতি বা সাধারণ সম্পাদক গ্রুপের কোনো মারামারি হয়নি।’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর সারাবাংলাকে বলেন, ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তারা সবাই কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। মারামারির ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে শুনেছি।’
সারাবাংলা/আইসি/টিআর