Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ১৫:১০ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৬:৫৪

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর এলাকার সাইফুল কমিশনারের বাড়ির সামনে ঘটনাটি ঘটে।

ত্রিশাল থানার ওসি চাঁদ মিয়া জানান, ত্রিশালের দরিরামপুর সাইফুল কমিশনারের বাড়ির সামনে একটি বাস ইউটার্ন নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশু এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ছাত্র সালমান আজাদী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশাচালক শরিফুল ইসলাম মারা যান।

বিজ্ঞাপন

আহতদের উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এনইউ
বিজ্ঞাপন

আরো