Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টনকে টন’ ওষুধ মারলেই মশা মরবে না : মেয়র রেজাউল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ২১:১৬

চট্টগ্রাম ব্যুরো: নগরজুড়ে মশার তীব্র উৎপাতের মধ্যে ৩১ মার্চ থেকে নিধন কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। তবে তিনি এ-ও বলেছেন, ‘টনকে টন’ ওষুধু মারলেই মশা কমবে না।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে লালদিঘী পাড়ে চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে নির্বাচিত পরিষদের ৩৮তম সাধারণ সভায় মেয়র এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ঢাকার মতো চট্টগ্রামেও মশা দ্রুত বাড়ছে। আগামী সপ্তাহ থেকে প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম জোরদার করা হবে। স্প্রে-ম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট পর্যায়ে লোকবল বাড়ানো হবে। কাউন্সিলরদের মাঠে থেকে তদারক করতে হবে।’

তিনি বলেন, ‘অনেকে মনে করেন, টনকে টন মশার ওষুধ মারলেই মশা কমবে, এটা ঠিক না। আমাদের পরিবেশগত ভারসাম্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। একসময়ে শহরে ব্যাঙ পাওয়া যেত, যেটা মশার লার্ভা খেয়ে মশা কমাতে সহায়তা করত। বিভিন্ন ধরনের উপকারী কীটপতঙ্গ পাওয়া যেত, যা এখন পাওয়া যাচ্ছে না। ওষুধের প্রতি মশার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এখন ওষুধ ছিটিয়েও মশা মারা যাচ্ছে না। মশা নিয়ন্ত্রণে আনতে হলে গবেষণা প্রয়োজন।’

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আমাদের পরিচ্ছন্ন বিভাগ নালাগুলো পরিষ্কার করছে। অনেক সময় দেখা যায়, নালায় ডাবের খোসা থেকে লেপ-তোষক পর্যন্ত সব ফেলা হয়েছে, যা জলাবদ্ধতা তৈরি করে মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। জনগণ সচেতন না হলে মশার প্রকোপ কমানো কঠিন হবে। নগরবাসী যদি বাড়িতে জমা পানি প্রতি তিনদিনে একদিন ফেলে দেন এবং যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকেন তাহলে পরিস্থিতির উত্তরণ ঘটবে।’

বিজ্ঞাপন

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সিডিএ ৩৬টা খালে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প করছে, সেগুলোতে বাঁধ দিতে হয়েছে। সিডিএ বর্ষার আগে বাঁধ ও খালের মাটি অপসারণ করলে জলাবদ্ধতা ও মশার প্রকোপ কমবে।’

আর্থিক সমস্যায় চট্টগ্রামের উন্নয়ন ব্যাহত হচ্ছে জানিয়ে মেয়র বলেন, ‘আমরা বন্দরের আয়ের এক শতাংশ চেয়েছিলাম। আইনের গ্যাঁড়াকলে সেটা হয়নি। অথচ বন্দরের ৩০ থেকে ৪০ টনের লরি চলাচল করে শহরের রাস্তা নষ্ট করে ফেলছে। প্রতিদিন যে কনটেইনার খালাস হচ্ছে তা থেকে আয়ের একটি অংশ সিটি করপোরেশনকে দেওয়া উচিত।’

সিডিএ নিয়ে তিনি বলেন, ‘সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাচ্ছে, সিডিএ টোল আদায় করবে। কিন্তু চসিকের হিস্যা কী হবে তা আলাপ করা উচিত ছিল। কারণ সিটি করপোরেশনের জায়গায় এক্সপ্রেসওয়ে বানাবেন, সিটি করপোরেশনের রাস্তা দিয়ে গাড়ি ওঠা-নামা করবে, আমরা সড়ক সংস্কারে ব্যয় করব অথচ আমাদের কোনো হিস্যা থাকবে না, তা হবে না।’

হকার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র বলেন, ‘হকার উচ্ছেদ হওয়ায় মানুষ খুবি খুশি। গরিব হকারদের জন্য হলিডে মার্কেটের ব্যবস্থা করব। তবে হকারদের নিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। অলিতে-গলিতে হকার বসিয়ে মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করব। রেলওয়ে ও গণপূর্তর সঙ্গে আমরা যোগাযোগ করছি। পরিত্যক্ত ভূমিতে কেবল সপ্তাহে দু’দিন হলিডে মার্কেট চালু করা হবে।’

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, প্যানেল মেয়র ও কাউন্সিলর এবং বিভাগীয় ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

চসিক টপ নিউজ মেয়র রেজাউল

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর