Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসাধু ব্যবসায়ী চিহ্নিত করতে সহযোগিতা চায় এফবিসিসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ২৩:৩৬

ঢাকা: অনিয়ম ও কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে এমন অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটিগুলোর সহযোগিতা চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের এ সহযোগিতা চাওয়া হয়। সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার কমিটিগুলোর সার্বিক সহযোগিতা চান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মো. আমিন হেলালী।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিন হেলালী বলেন, ‘ব্যসায়ীরা নিয়মের মধ্যে ব্যবসা-বাণিজ্য করতে চায়। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে গোটা ব্যবসায়ী গোষ্ঠী প্রশ্নবিদ্ধ।’ এই গ্লানি থেকে পরিত্রাণের জন্য সারা দেশের ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি জনান, শুধু রমজান মাস নয়, সারা বছর দেশব্যাপী এফবিসিসিআই’র বাজার মনিটরিং কার্যক্রম চলবে। এ সময় বাজার অস্থিতিশীল হওয়ার কারণগুলো উদ্ঘাটন করে তা লিখিত আকারে এফবিসিসিআইকে দেওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, ইসলামিয়া শান্তি সমিতির সভাপতি মো. বাবুল মিয়া বক্তৃতা করেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এফবিসিসিআই সহযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর