Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রধান বিচারপতি সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৪ ২২:৫৭

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সকাল ৯টায় তাদের সাক্ষাৎ হয়। এরপর ২০ মিনিটেরও বেশি সময় ধরে তারা বৈঠক করেন।

বৈঠকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দুই দেশের বিচার বিভাগের দ্বিপাক্ষিক ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি এতে তার অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ফলপ্রসূ যোগাযোগ ও আয়োজনমালার মাধ্যমে সহসাই উভয় দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা হয়।

এ ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধান বিচারপতি জন জি রবার্টস তাতে উষ্ণ সাড়া দেন। সুবিধামতো সময়ে এ সফর সম্পন্ন করবেন বলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে কথা দেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রর সুপ্রিম কোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির এটিই প্রথম কোনো সাক্ষাৎ ও বৈঠক।

সারাবাংলা/কেআইএফ/টিআর

ওবায়দুল হাসান জন জি রবার্টস প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর