Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুতার সরঞ্জাম তৈরির চীনা কারখানায় আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৪ ১৮:০১

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে চীনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে ছড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে নগরীর বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল এলাকায় জুতার কারখানাটিতে আগুন লাগে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, চীনা বিনিয়োগকারীর মালিকানাধীন রং দ্যা ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানটিতে ফুটসোল প্রস্তুত হয়। ছুটির দিন হওয়ায় কারখানার ভেতরে শ্রমিক-কর্মচারি কেউ ছিলেন না। এজন্য হতাহতের কোনো সম্ভাবনা নেই।

ঘটনাস্থলে যাওয়া চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবদুল্লাহ হারুন পাশা সারাবাংলাকে জানান, বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পৌঁছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। তিনটি স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে।

‘কারখানায় ফুটসোল বানানো হয়। সেখানে প্রচুর দাহ্য পদার্থ আছে। এজন্য আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুন কারখানার ভেতরেই আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’

অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নেভানোর পর তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ওসি সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে বলেন, ‘কারখানার ভেতরেই আগুন জ্বলছে। বাইরে কিংবা আশপাশে ছড়ানোর সম্ভাবনা নেই।’

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর