Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমারের ৩ সেনা সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৫:৪৫

ফাইল ছবি

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত আবারো পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য। শনিবার (৩০ মার্চ) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পালিয়ে আসা মিয়ানমারের তিন সেনা সদস্যরা ১১ বিজিবির হেফাজতে আছে।

জানা যায়, ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের তিন সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পালিয়ে আসা মিয়ানমারের তিন সেনা সদস্যদেরকে নিরস্ত্রিকরণ করে বিজিবির হেফাজতে নেয়।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের তিন সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে আসে ১৭৯ জন মিয়ানমার বর্ডার পুলিশ -বিজিপি সদস্যরা। তারাও বর্তমানে নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নে রয়েছে। তাদেরকে মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর