Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৫:৫৪

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার (৩০ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো.আব্দুর রাজ্জাক। এর আগে, শুক্রবার (২৯ মার্চ) বিকেলে গাজীপুরের টঙ্গী পূর্ব আশা ইউনিক প্লাজার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. মামুন (৩৮) উপজেলার কালাদরাপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মান্দারতলী গ্রামের মহসিন মাঝির ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায়। যাওয়ার আগে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে সে আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইআ

শিশু ধর্ষণচেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর