Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৬:৫২ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৭:১৮

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় লাভলী বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা এবং হাসপাতালটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ মার্চ) দিবাগত রাতে প্রসূতি লাভলীর মৃত্যু হয়। লাভলী খাতুন জেলার হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপী গ্রামের এনামুল কবিরের স্ত্রী।

এই দম্পতির সাফি নামে ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে। স্বামীর চাকরির কারণে তারা কালীগঞ্জ শহরে থাকতেন।

স্বজনরা জানায়, ২য় সন্তানের জন্ম দিতে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করেন চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরা।

বিজ্ঞাপন

লাভলী বেগম কন্যা সন্তানের জন্ম দিলেও তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ‘ভুল’ অস্ত্রোপচারে রেক্সোনা প্রসূতির জরায়ু কেটে ফেলেন। এরপরে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় বিকেল ৪টার দিকে পুনরায় লাভলী বেগমকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

প্রায় ৩ ঘণ্টা ধরে চলা দ্বিতীয় অস্ত্রোপচারের কথা বলে অপারেশন থিয়েটারেই রাখা হয় লাভলী খাতুনকে। স্বজনরা এ সময় রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে অপারেশন থিয়েটারের ভেতর থেকে বারবার জানানো হয় রোগী ভালো আছে। সেলাই শেষ করেই তাকে বেডে দেওয়া হবে। দীর্ঘ সময় পার হলেও রোগীকে অপারেশন থিয়েটার থেকে বের না করাই স্বজনদের মনে সন্দেহ জাগে। এরপর একজন অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখেন রোগী অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরা প্রসূতিকে যশোরে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যু হয়।

লাভলী খাতুনের স্বামী এনামুল কবির জানান, দারুস-শেফা প্রাইভেট হাসপাতালের চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরার ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে। রেক্সোনা পারভীন অপ্রয়োজনে প্রসূতির জরায়ু কেটে ফেলেছেন।

জরায়ু কেন কাটা হলো?— এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।

রোগীর শরীরের রক্তক্ষরণ দেখে চিকিৎসক রেক্সোনা নিজেই ঘাবড়ে যান। তখন চিকিৎসক বলেন, ‘আমি সঙ্গে লোক দিচ্ছি, আপনারা দ্রুত যশোর নিয়ে যান। আমার স্ত্রীর মৃত্যুর জন্য জড়িতদের বিচার চাই।’

এ ব্যাপারে জানতে দারুস-শেফা প্রাইভেট হাসপাতালে চিকিৎসক রেক্সোনা পারভীন ইলোরার মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাটি শুনলাম। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

ঝিনাইদহ টপ নিউজ প্রসূতির মৃত্যু হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর