Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: বাহাউদ্দিন নাছিম

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৯:২৮

ঢাকা: মুক্তিযুদ্ধে মঠবাড়ীয়া ও দক্ষিণাঞ্চল বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের একটি হল রুমে বাইটির মোড়ক উম্মোচন করেন ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের দলীয় এমপি বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু খাঁ।

বইটির প্রশংসা করে বাহাউদ্দিন নাসিম বলেন, ‘বইটিতে মুক্তিযদ্ধের যে ইতিহাস তুলে ধরা হয়েছে তা ডকুমেন্ট হয়ে থাকবে। যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করার চেষ্টা করে এবং বিকৃত করে তা আর করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসই জাতির পিতার স্বপ্নের অসম্প্রাদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ করতে সহায়তা করবে। সেনার বাংলা গড়তে এই বইটি পথ দেখাবে। কেননা অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান বলেন, ‘স্বাধীনতার পর পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা বাংলাদেশে প্রথম একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করে। নিহত তিনি হলেন সওগাতুল আলম সগির।’

বইয়ের লেখন বলেন, ‘সওগাতুল আলম সগির স্বাধীনতার পর মঠবাড়ীয় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের তালিকা করার উদ্যোগ নিয়েছিলেন। এ সংক্রান্ত একটি বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পরই তাকে মঠবাড়ীয়া থানার কাছাকাছি এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ঘাতকরা গুলি করে হত্যা করে।’

এমাদুল হক খান পিরোজপুর মঠবাড়ীয়া তিন আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার রুস্তুম আলী ফরাজীর অতীত রাজনৈতিক কার্মকাণ্ড ও এমপি থাকাকালীন দুর্নীতি স্বজনপ্রীতি ও হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা ছিল তা সবারই জানা। অথচ তিনি সংসদে বসে আওয়ামী লীগের পক্ষে কথা বলে মঠবাড়ীয়া এসেই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা, ও মিথ্যা মামলা দায়ের করত। হিন্দু সম্প্রদায়ের জমি দখল করত, তাদের ওপর নির্যাতন চালাত।’

সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ রাজাকারদের তালিকা প্রণয়নের দাবি করে বলেন, ‘স্বাধীনাত যুদ্ধে শুধু ৩০ লাখ শহীদ হয়নি। শহিদ হয়েছে ৩০ লাখের বেশি মানুষ।’

সাবেক সিনিয়র সচিব মোফাজ্জেল হক মন্টু বলেন, ‘মুক্তিযুদ্ধে মঠবাড়ীয়া ও দক্ষিণাঞ্চল শিরোনামের বাইটি মঠবাড়িয়া মুক্তিযোদ্ধাদের ইতিহাসের ডকুমেন্ট।’

পিরোজপুর-৩ আসনের এমপি শামীম শাহনেওয়াজ বলেন, ‘এমাদুল হক খান মঠবাড়িয়া ও দক্ণিাঞ্চলের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তার বইয়ে তুলে ধরেছেন। এই বই থেকে মক্তিযুদ্ধের সময়কার ইতিহাস জানা যাবে।’

তিনি বলেন, ‘মঠবাড়ীয়াবাসীকে নিরাপদ রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। মাদক মুক্ত, সন্ত্রাসন মুক্ত মঠবাড়ীয়া গড়ে তোলা হবে।’

মঠবাড়ূীয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশ বাস্তবায়নে মঠবাড়ীয়ার মুজিব সৈনিকরা ঐক্যবদ্ধ।’

সারাবাংলা/এএইচএইচ/একে

বই বাহাউদ্দিন নাছিম মোড়ক উন্মোচন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর