Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে ড্রামট্রাক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ২১:১৮

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ড্রামট্রাক চাপায় রংপুর-য়াকা মহাসড়কের ওভারপাস নির্মাণ শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিক তমিজ উদ্দীন (৫৬) উপজেলার দিঘলকান্দি গ্রামের ছহির উদ্দীনের ছেলে।

শনিবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান জানান, উপজেলা শহরের বোয়ালিয়ায় ওভারপাসের কাজ করার সময় হঠাৎ বালুবোঝাই সাসেক প্রকল্পের একটি ড্রামট্রাক কর্তব্যরত শ্রমিক তমিজ উদ্দীনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহত শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

ড্রামট্রাক নির্মাণ শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর