Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে শিল্প এলাকায় খোলা থাকবে ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৬:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঈদে সরকারি ছুটির দিন শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ও রোববার শবে কদরের সরকারি (৫, ৬ ও ৭ এপ্রিল) ছুটির দিনগুলোতে শিল্প কারখানায় কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তা‌নির সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় সী‌মিত প‌রিস‌রে ব্যাংক খোলা থাকবে।

রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও রফতানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা থাকবে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা রাখবে।

ছুটির দিন ব্যাংক লেনদেন সূচি
শুক্রবার (৫ এপ্রিল) সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে। তবে অফিস চল‌বে বিকাল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা থে‌কে ১টা ৪৫ মিনিট পর্যন্ত জুম্মার নামাজের বিরতি থাক‌বে।

অন্যদিকে শনি ও রোববার (৬ ও ৭ এপ্রিল) সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেন‌দেন চলবে। আর অফিস চল‌বে আড়াই পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করে করেছে বাংলাদেশ ব্যাংক।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর