Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির কাছে মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৭:৪০

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) বঙ্গভবনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করার সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন ড. কামাল উদ্দিন আহমেদ।

বার্ষিক প্রতিবেদনে জাতীয় মানবাধিকার কমিশন বিষয়ক সার্বিক তথ্য, ২০২৩ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন, অভিযোগ ব্যবস্থাপনার মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও কমিশনের বর্তমান প্রতিবন্ধকতাসহ অন্যান্য বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

এ সময় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সম্মানিত সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ, কাওসার আহমেদ, ড. তানিয়া হক, কমিশনের সচিব সেবাষ্টিন রেমা, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

টপ নিউজ বার্ষিক প্রতিবেদন মানবাধিকার কমিশন রাষ্ট্রপতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর