Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের শপিং শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১৯:৫০

গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলার বিলবস্তা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার মা ও ছেলে নিহত হয়েছেন। একই ঘটনায় আহত পরিবারের আরও তিন সদস্য এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই ঈদের শপিং করে বাড়ি ফিরছিলেন।

রোববার (৩১ মার্চ) বিকেলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (৩০ মার্চ) রাতে সাঘাটা-গাইবান্ধা সড়কের বিলবস্তা নামক স্থানে রাস্তার পাশে থাকা একটি মিকচার মেশিনে বগুড়া থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। ওই সময় সিএনজিচালিত অটোরিকশা থাকা একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে মা ও ছেলের মৃত্যু হয়।

নিহত দু’জন হলেন- নিহতরা উপজেলার উত্তর উল্যাবাজার এলাকার আব্দুল আজিজের স্ত্রী শান্তা বেগম (৩৬) ও তাদের ছেলে রবিউল ইসলাম (১৪)।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সাঘাটা-গাইবান্ধা সড়কের বিলবস্তা নামক স্থানে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি প্ল্যান মেশিনে বগুড়া থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্তা ও তার ছেলে রবির মৃত্যু হয়।

সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত মা-ছেলে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর