৩০ ডিসেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
১৯ ডিসেম্বর ২০১৭ ২২:৩২
সারাবাংলা ডেস্ক
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৩০ ডিসেম্বর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩০ ডিসেম্বর, ১১ রবিউস সানি, ১৬ পৌষ শনিবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালন করা হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম উপস্থিত ছিলেন।
ফারসি শব্দ ‘ইয়াজদাহম’র অর্থ এগারো। রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.) এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।
সারাবাংলা/এটি