আবাসিক এলাকায় অগ্নিঝুঁকিতে চলছে ব্যাগ তৈরির অবৈধ কারখানা
৩১ মার্চ ২০২৪ ২০:১৭
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে আবাসিক এলাকায় অগ্নিঝুঁকি নিয়ে চলছে ব্যাগ তৈরির অবৈধ কারখানা। কারখানাটিতে নেই ফায়ার সার্ভিসের সনদ, নেই ট্রেড লাইসেন্সও। ফলে আগুন লাগার মতো ঝুঁকিতে রয়েছেন আশেপাশের বাসিন্দারাও।
জানা যায়, স্থানীয় নুর আলম শাহীনবাগের ৪২৯/১ নম্বর হোল্ডিংয়ে আবাসিক ভবনের মধ্যেই তার ব্যাগ তৈরির কারখানা চালু করেছেন। ওই কারখানার পাশের রুমে বাসিন্দারাও থাকেন। দিনরাত যান্ত্রিক মেশিন চলায় প্রতিবেশীরাও বিরক্ত।
স্থানীয়রা জানিয়েছেন, নুর আলম ব্যাগ তৈরির পাশাপাশি। বিভিন্ন সিনথেটিক কাপড় গুদামজাত করে রেখেছেন পাশের রুমে। এ ছাড়া বিভিন্ন কেমিক্যাল-আঠাও রাখা হয়েছে তার গুদামে। গুদামটিও অরক্ষিত।’
শাহীনবাগের বাসিন্দা মকবুল হাজী বলেন, ‘এই কারখানাটি নিয়ে দুশ্চিন্তায় আছি। কোনোভাবে আগুন লাগলে তা আশেপাশে বড় ক্ষতি বয়ে আনবে।’
একই এলাকার বাসিন্দা খলিল মিয়া বলেন, ‘নুরে আলম আইনের তোয়াক্কা না করেই ব্যাগ তৈরির কারখানা বানিয়েছেন। কেউ কিছু বলতে চাইলে মামলা-হামলার হুমকি দেন।’
কারখানার বিষয়ে জানতে মালিক নুর আলম বলেন, ‘আমি অসুস্থ। এখন কথা বলতে পারব না।’
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর বলেন, বিষয়টি সিটি করপোরেশনে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সারাবাংলা/ইউজে/একে