Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপরিবহণের ভাড়া কমানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ২০:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ২৩:৫৬

ঢাকা: দফায় দফায় জ্বালানি তেলের মুল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস ও পণ্য পরিবহণের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে তিনি দাবি করেন, দুই দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। অথচ বাস ও পণ্যবাহী পরিবহণের ভাড়া কমানোর উদ্যোগ সরকার নেয়নি। এর আগে, জ্বালানি তেলের মূল্য ৩ টাকা কমানোর পরে বাসের ভাড়া ৩ পয়সা হারে কমিয়ে বাস ভাড়ার তালিকা নির্ধারণ করা হলেও যাত্রীসাধারণ এই ৩ পয়সা কমানোর সুফল পায়নি।

আরও পড়ুন:  কমলো ডিজেল-কেরোসিনের দাম

বিজ্ঞাপন

সরকার পরিবহণ মালিকদের বিশেষ সুবিধা দিতে এভাবে অল্প অল্প হারে জ্বালানি তেলের দাম কমানো হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের দাম কমানোর হিস্যা অনুযায়ী বাস, লঞ্চ ও পণ্য পরিবহণের ভাড়া কমানোর দাবি জানান তিনি।

সারাবাংলা/আরএফ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর