Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবে গেল গরিবের ৬ হাজার বস্তা চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ২৩:৩৪

বাগেরহাট: ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায়দের জন্য পাঠানো ছয় হাজার বস্তা সরকারি চালবাহী একটি বাল্কহেড জাহাজ ডুবে গেছে।

রোববার (৩১ মার্চ) দুপুরের পর বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদের ত্রি-মোহনায় এ দুর্ঘটনা ঘটে। বাল্কহেড এমভি সাফিয়া পৌঁছালে তাতে ‘এমভি কিং সাহজাদা-৬’ নামে কার্গো লাইটার ধাক্কা দেয়। এতে চালের বস্তাসহ এমভি সাফিয়া ডুবে যায়।

ধাক্কা দেওয়ার অপরাধে ‘এমভি কিং সাহাজাদা-৬’ লাইটার জাহাজটিকে সন্ধ্যায় আটক করেছে নৌ পুলিশ। মোংলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ এস আই সৈয়দ ফকরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ ফকরুল ইসলাম বলেন, খুলনার সরকারি গুদাম থেকে ১৭৫ মেট্রিক টন চাল নিয়ে এমভি সাফিয়া মোংলায় যাচ্ছিল। বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদের ত্রি-মোহনায় পৌঁছালে পেছন থেকে ‘এমভি সাহাজাদা-৬’ ধাক্কা দেয়। এতে চালসহ বাল্কহেডটি ডুবে যায়।

বাল্কহেড জাহাজে থাকা পাঁচজন নাবিক দ্রুত সাঁতরে কূলে ওঠেন বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান নৌ পুলিশের অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম।

সারাবাংলা/একে

এমভি সাফিয়া গোডাউন মোংলা সরকারি চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর