Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ধাপে ১৬৩ উপজেলায় ভোট ২১ মে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ১৫:২২

ঢাকা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৬৩ পরিষদের নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার (১ এপ্রিল) কমিশনের ৩০তম সভা শেষে ইসি সচিব গণমাধ্যমকে এই তথ্য জানান।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবে। একইসঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘কমিশন উপজেলা পরিষদের চারটি ধাপে নির্বাচন করার পরিকল্পনা করেছে। সেখানে প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়েছে। আজ দ্বিতীয় ধাপের তফসিল চূড়ান্ত হয়েছে।’

সে অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা ২ মে। ভোট গ্রহণ ২১ মে।

ইসি সচিব বলেন, ‘আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে। বাকি জেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।’

সারাবাংলা/জিএস/এমও

ইসি সচিব উপজেলা পরিষদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর