Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ১৬:৩৬

বরিশাল: ঝালকাঠিতে দুর সম্পর্কের এক মামার বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে পূর্ব চাঁদকাঠি ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.মহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, স্বামীর সঙ্গে ঝামেলা হওয়ায় আমি আর মেয়ে আমার বাবার বাড়িতে থাকি। ওই ছেলে আমার মেজো ভাইয়ের শ্যালক। সে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমি নামাজ পড়ছিলাম আর আমার মা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে সে। পরে আমার বোন টের পেলে সে মোবাইল রেখে পালিয়ে যায়। মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিএম মেহেদী হাসান সানি বলেন, রোববার রাতে হাসপাতালে তিন বছরের একটা শিশু নিয়ে এসেছে স্বজনরা। পরিবারের দাবি তাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে। আইনানুগ ব্যবস্থার পর আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করব।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

মামা গ্রেফতার শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর