Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৩ কিশোর ছিনতাইকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ে জড়িত তিন কিশোরকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ।

রোববার (৩১ মার্চ) রাতে নগরীর হালিশহর এক্সেস রোডে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাবার সময় ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ সারাবাংলাকে জানান, হালিশহর এক্সেস রোডের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সামনে রোববার রাতে যাত্রীবেশে চার কিশোর অবস্থান করছিল। এসময় তারা একটি ব্যাটারি চালিত অটোরিকশা থামিয়ে চালককে মারধর শুরু করে। একপর্যায়ে তারা চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি অটোরিকশার ব্যাটারি খুলে নেয়ার চেষ্টা করে। চালক বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

‘ওই এলাকায় মোটরসাইকেলে থানার মোবাইল টিম দায়িত্ব পালন করছিল। তারা আহত অটোরিকশা চালককে দেখতে পেয়ে তার কাছে গিয়ে ঘটনা জানতে চায়। ঘটনা শুনে ধাওয়া করে অটোরিকশাসহ তিনজনকে আটক করে। তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।’

ওসি কায়সার হামিদ জানান, আটক তিনজনের বয়স ১৬ থেকে ১৭ বছর। তাদের কাছ থেকে রক্তমাখা ছোরা এবং ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রিকশাচালক বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনইউ

কিশোর গ্রেফতার চট্টগ্রাম ছিনতাইকারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর