Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে মাদরাসা ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ২৩:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মালিহা খাতুন (৮) নামে এক মাদরাসা ছাত্রী মারা গেছে।

সোমবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মালিহা খাতুন সাড়াবাড়ীয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং ওই গ্রামের কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ৯টার দিকে সাড়াবাড়ীয়া গ্রামের রেজাউল ইসলামের পুকুরের ধারে সহপাঠীদের সঙ্গে খেলছিল মালিহা। কিন্তু হঠাৎ করেই সে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘মেয়েটি পুকুরের ধারে খেলছিল। খেলতে খেলতে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

চুয়াডাঙ্গা পানিতে ডুবে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর