চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ, তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ০০:১৪
২ এপ্রিল ২০২৪ ০০:১৪
চুয়াডাঙ্গা: দু’দিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহে বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। সোমবার (১ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, তাপপ্রবাহের কারণে জনজীবনে হাসফাঁস শুরু হয়েছে। এপ্রিলে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, জেলায় সোমবার সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, সেসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৮ শতাংশ।
তিনি আরও জানান, এপ্রিলে মাসব্যাপী মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।
সারাবাংলা/পিটিএম