Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় জমে উঠেছে ঈদ বাজার, দাম বেশি বলেছেন ক্রেতারা

রেজাউল ইসলাম তুরান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ১১:২৩ | আপডেট: ২ এপ্রিল ২০২৪ ১২:৫৮

খুলনা: ঈদুল ফিতরকে সামনে রেখে খুলনায় মার্কেটগুলোতে জমে উঠেছে কেনাকাটা। তীব্র গরম উপেক্ষা করে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। পরিবারের সবাইকে নতুন সাজে সাজাতে কাপড়ের দোকান থেকে শুরু করে জুতাসহ প্রসাধনীর দোকানে এখন কেনাকাটায় ব্যস্ত সবাই। ক্রেতা আকর্ষণে নতুন ডিজাইনের নানা পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারাও। তবে এবার পোশাকের দাম বেশি বলে দাবি ক্রেতাদের।

ছেলেদের পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবির পাশাপশি গুরুত্ব পেয়েছে ভারতীয় ও থাই শার্ট-প্যান্ট। এবার আগানুর, মারিয়াবি, ছাদা বাহার, জামাল কুদু থ্রি-পিসসহ বাহারি নামের পোশাকের দিকে আগ্রহ তরুণীদের। নগরীর শাড়ির দোকান গুলোতেও ভিড় দেখা গেছে। মেয়েদের পোশাক কেনার পাশাপাশি অনেকেই কিনছেন পছন্দের গহনা ও প্রসাধনী। ছোটদের কেনাকাটায়ও পিছিয়ে নেই অভিভাবকরা। ঈদ উপলক্ষে আতর, টুপি ও জায়নামাজের সঙ্গে স্মার্টফোন কেনার চাহিদাও বেড়েছে।

বিজ্ঞাপন

খুলনা মহানগরীর নিউ মার্কেট, কবি কাজী নজরুল ইসলাম মার্কেট, এসএমএ রব শপিং মার্কেট, দরবেশ চেম্বার, নান্নু সুপার মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট, জব্বার মার্কেট, খুলনা বিপণিবিতান কেন্দ্র, রেলওয়ে মার্কেট, শপিং কমপ্লেক্স, জলিল মার্কেট, হকার্স মার্কেট, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড় ও মশিউর রহমান মার্কেটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়।

খুলনা শপিং কমপ্লেক্সে পাইকগাছা উপজেলা থেকে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে আসা লুতফার রহমান বলেন, ‘বাড়ি থেকে পরিবারের সবাইকে নিয়ে পোশাক কেনার উদ্দেশ্যে মার্কেটে এসেছি। দোকান ঘুরে বুঝলাম এ বছর পোশাকের দাম একটু বেশি।’

বিজ্ঞাপন

মহানগরীর নিউ মার্কেটে খুলনার রূপসা উপজেলা থেকে আসা ক্রেতা আকরাম খান বলেন, ‘এখনো তেমন কেনাকাটা করিনি। পরিবারের জন্য কিছু কেনাকাটা করেছি। ঘুরে দেখছি। নিজের পছন্দ মতো কিছু পেলে কিনব। তবে এবার দাম বেশি বলে মনে হচ্ছে।’

নিক্সন মার্কেটের বিক্রেতা জামাল শেখ বলেন, ‘রমজানের প্রথমদিকে বেচা কেনায় বেশ ভাটা ছিল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের সমাগম দেখা যাচ্ছে বেশি।’

খুলনার রূপসা উপজেলার নুরুউল্লাহ বস্তবিতানের মালিক আবদুল্লাহ গাজী জানান, ‘এবারের ঈদে শাড়ির কদর রয়েছে। বিশেষ করে জামদানি, বেনারসি, টিস্যু, মসলিন, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক ও কাতানসহ বিভিন্ন তাঁতের শাড়ি বেশি বিক্রি হচ্ছে।’

খুলনা মহানগরীর হেলাতলা বাজারের দোকানি কাউছার জানান, ‘ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আতর-টুপির বিক্রি হয়। তবে গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা বেশি।’

সারাবাংলা/আরআইটি/এনএস

ঈদ বাজার খুলনা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর