টেস্টের মাঝপথেই শ্রীলংকায় ফিরছেন চান্ডিমাল
২ এপ্রিল ২০২৪ ১২:৫০
টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে ৯ রানেই আউট হয়েছিলেন তিনি। চতুর্থ দিনে যখন ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ, তখন দেখা যায়নি দীনেশ চান্ডিমালকে। পরে জানা যায়, পারিবারিক কারণে টেস্টের মাঝপথেই দেশে ফিরছেন চান্ডিমাল।
প্রথম ইনিংসে চান্ডিমাল করেছিলেন ৫৯ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য খুব ভালো করতে পারেননি তিনি, করেছেন ৯ রান। ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পর আজ তাকে লংকান ডাগআউটে দেখা যায়নি। চতুর্থ ইনিংসে লংকানরা ফিল্ডিং করতে নামলে চান্ডিমালকে মাঠে দেখা যায়নি। তার পরিবর্তে ফিল্ডিংয়ে নেমেছেন সাদিরা সামারাবিক্রমা।
লংকান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পারিবারিক কারণে শ্রীলংকা ফেরত যাচ্ছেন চান্ডিমাল, ‘চান্ডিমাল আজই দেশে ফিরছেন। লংকান ক্রিকেট বোর্ড, সতীর্থ ও কোচিং স্টাফ তার পাশে আছে। সবাইকে তার ব্যক্তিগত ব্যাপারে সম্মান দেখানোর অনুরোধ করা হচ্ছে।’
তবে ঠিক কোন কারণে দেশে ফিরছেন চান্ডিমাল সেটা খোলাসা করেনি লংকান বোর্ড।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি।
সারাবাংলা/এফএম