বান্দরবান: বান্দরবানে পুলিশের অভিযানে ২টি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এসময় আটক করা হয়েছে আলাউদ্দিন (২৪) নামে এক পাচারকারীকে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সৈকত শাহীন।
সোমবার সন্ধ্যায় আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলীগামী এলাকায় এ ঘটনা ঘটে। আটক আলাউদ্দিন নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর পালং পাড়ার শামশুল আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলীগামী এলাকায় অভিযান পরিচালনা করে আলীকদম থানা পুলিশের একটি দল। এসময় পাচারের উদ্দেশে রাখা বিপন্ন প্রজাতির ২টি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারে জড়িত আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে।
বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, ‘পাচারের উদ্দেশে আলাউদ্দিন নামে এক ব্যক্তি বিপন্ন প্রজাতির ২টি ভাল্লুকের বাচ্চা সংরক্ষণ করছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ভাল্লুকের বাচ্চা ২টি উদ্ধার করে আলাউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনের মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।’