Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর মিরপুর থেকে নবজাতক উদ্ধার


২৬ মে ২০১৮ ২২:২১ | আপডেট: ২৬ মে ২০১৮ ২২:২২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার গ্রিন বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনুমানিক ১০ দিন বয়সের এক বাচ্চাকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাচ্চাটিকে উদ্ধার করার পর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) পুলক কুমার দাস জানান, সন্ধ্যায় খবর পেয়ে গ্রিন বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার ফাঁকা জায়গা থেকে একটি সাদা তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় বাচ্চাটিকে পায়। বাচ্চাটি এখন নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে।

এ বিষয়ে চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, বাচ্চাটির ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। সে এখন সুস্থ আছে।

সারাবাংলা/এসআরএস/এমএইচ/এমআইএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর